still attribute

⁠☞⁠ "একুশে ট্রিবিউন একটি অনলাইন বৃহৎতম পাঠক প্রিয়ো গনমাধ্যম প্রাথমিক ভাবে পরিক্ষা মূলক শাহাজাদ ইসলাম কর্তৃক চালু করা হয়েছে। ঠাকুরগাঁও-৫১০১ ঢাকা বাংলাদেশ"মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

ঠাকুরগাঁওয়ে জাতীয় ফল মেলা শুরু

কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ





ফলে পুষ্টি, অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা। 



আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকাল চার টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ঠাকুরগাঁও মোঃ মাহবুবুর রহমান। 

ঠাকুরগাঁও বিডি হল মাঠে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে। মেলায় ৮টি স্টলে প্রায় শতাধিক বিভিন্ন জাতের ফল দিয়ে সাজানো হয়েছে।



এসময় উপস্থিত ছিলেন নাজনীন 
জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও মোঃ আলমগীর কবির 
এডিডি (ক্রপ), ঠাকুরগাঁও,
মো: আলাউদ্দিন শেখ 
এডিডি (পিপি), ঠাকুরগাঁও,মো: জাহাঙ্গীর আলম 
এডিডি (হর্টিকালচার), ঠাকুরগাঁও,কৃষ্ণ রায়
উপজেলা কৃষি অফিসার 
ঠাকুরগাঁও সদর। 
কৃষি অফিসের কর্মকর্তাসহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।




আয়োজকরা জানান, এ মেলার মধ্য দিয়ে ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে।

মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.