still attribute

⁠☞⁠ "একুশে ট্রিবিউন একটি অনলাইন বৃহৎতম পাঠক প্রিয়ো গনমাধ্যম প্রাথমিক ভাবে পরিক্ষা মূলক শাহাজাদ ইসলাম কর্তৃক চালু করা হয়েছে। ঠাকুরগাঁও-৫১০১ ঢাকা বাংলাদেশ"মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

কিশোর গ্যাং অপরাধ কমাতে স্কাউটিং কার্যকর ভূমিকা রাখতে পারে: রাষ্ট্রপতি

এশিয়া ট্রিবিউন ডেস্ক 




কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেক সময়ই সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কিশোরদের সুপথে ফিরিয়ে আনতে স্কাউট আন্দোলন কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।


আজ রোববার (২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন। আলোচনা পর্বের আগে রাষ্ট্রপতির হাত থেকে পদক গ্রহণ করেন কৃতি স্কাউটসগণ।


রাষ্ট্রপতি ও চিফ স্কাউট বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে তথ্যপ্রযুক্তি, কম্পিউটার, আন্তর্জাতিক বিভিন্ন ভাষাসহ জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ প্রায়োগিক কলাকৌশল রপ্ত করতে আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।


রাষ্ট্রপতি বলেন, দেশে ২৫ লক্ষ স্কাউট সদস্য থাকলেও জনসংখ্যার তুলনায় তা অপ্রতুল। এই সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্কাউট আন্দোলনে নারীদের অংশগ্রহণের বিষয়েও গুরুত্ব দিতে হবে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলতে স্কাউট আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।


বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ এমপি এতে সভাপতিত্ব করেন। এসময় বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানও বক্তব্য দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.