still attribute

⁠☞⁠ "একুশে ট্রিবিউন একটি অনলাইন বৃহৎতম পাঠক প্রিয়ো গনমাধ্যম প্রাথমিক ভাবে পরিক্ষা মূলক শাহাজাদ ইসলাম কর্তৃক চালু করা হয়েছে। ঠাকুরগাঁও-৫১০১ ঢাকা বাংলাদেশ"মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

হত্যা মামলায় গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সাবেক পৌর মেয়র EkusheyTribune

ঠাকুরগাঁও প্রতিনিধি 

আঞ্জুমান আরা বেগ


ঠাকুরগাঁও পৌরসভার সদ্য সাবেক মেয়র আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় নেতা আঞ্জুমান আরা বেগম বন্যা হত্যা মামলায় হয়েছেন। 


বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পঞ্চগড় জেলার বোদা এলাকায় আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।


তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বোদা থানাপাড়ার সাবেক মেয়রের আত্মীয় শাহজাহানের বাসা থেকে বন্যাকে গ্রেফতার করা হয়। এদিন রাত আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশ প্রহরায় এরপর তাকে ঠাকুরগাঁও সদর থানা হাজতে স্থানান্তরিত করা হয়েছে।



ঠাকুরগাঁও সদর থানা সূত্র জানায়, সদর উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের জাকির হোসেনের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 


বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনের বেলার যেকোনও সময়ে সদ্য অপসারিত এই মেয়রকে আদালতে আনা হবে।



এ ব্যাপারে বন্যার স্বামী সাংবাদিক সামসুজ্জোহা বাবলু মোবাইল ফোনে জানান, তার স্ত্রী অসুস্থ এবং ইতঃপূর্বে তিনি কোনও মামলার আসামি ছিলেন বলে তার জানা নেই। তার একটা প্রতিবন্ধী সন্তান রয়েছে। তিনি যেন আইনি সুবিচার পান এটাই তার পরিবার আশা করে।


এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পৌর এলাকার অনেকেই সদ্য সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে ভোটচুরির মাধ্যমে অনির্বাচিত ও অবৈধভাবে মেয়রের চেয়ার দখলকারী হিসেবে উল্লেখ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.