still attribute

⁠☞⁠ "একুশে ট্রিবিউন একটি অনলাইন বৃহৎতম পাঠক প্রিয়ো গনমাধ্যম প্রাথমিক ভাবে পরিক্ষা মূলক শাহাজাদ ইসলাম কর্তৃক চালু করা হয়েছে। ঠাকুরগাঁও-৫১০১ ঢাকা বাংলাদেশ"মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

কবিতা নবান্ন

 কবিতা 
নবান্ন 



বারো মাসে তেরো পার্বণ ,

করা যায় না তো কোনটাই খন্ডন।

 নতুন ফসল নতুন অন্ন,

 গড়ে তুলে আমাদের নবান্ন।

 কার্তিক মাসের শেষে 

আমাদের এই বাংলাদেশে কৃষকেরা কাটে নতুন ধান ,

কৃষক পাড়ায় ছড়িয়ে পড়ে সেই ধানেরই ঘ্রাণ।

পিঠা পুলির ধুম পড়ে যায় সকল পাড়ায় পাড়ায় ,

জামাই আসে শ্বশুরবাড়ি সুগন্ধী ছড়ায় নতুন চালের পিঠা ,পায়েস মুড়ি আর খৈ, চাই সাথে খাঁটি গুড় আর দই ।

আনন্দে সবাই আত্মহারা নবান্ন উৎসবে মেতে উঠবে কৃষক পাড়া।


মোঃ মোজাফ্ফর আলী 

সহকারী শিক্ষক ৫ নং সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.