ঠাকুরগাঁওয়ে আশা'র শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি 




ঠাকুরগাঁওয়ে আশা-শিক্ষা কর্মসূচির প্রসার, চলমান কর্মসূচিতে কর্মরত শিক্ষা সুপার ভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত লক্ষ্য সামনে রেখে ঠাকুরগাঁও- পঞ্চগড় জেলার ৩৭ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২১ অক্টোবর) দিনব্যাপী জেলা শহরের মমতা হাসপাতাল সংলগ্ন দ্যা রয়েল লাউঞ্জ রেস্টুরেন্টে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।







আশা ঠাকুরগাঁও সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যনেজার মোঃ আনারুল কাদিরের সভাপতিত্বে ও জেলা এডুকেশন শিক্ষা অফিসার মোঃ সামিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র এডুকেশন অফিস মোঃ জসীম আহমেদ‌। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা 


দিনাজপুর ডিভিশনের সিনিয়র এডুকেশন অফিসার মোঃ আজাদুল হক।






দিনব্যাপী এ প্রোগ্রামে শিক্ষা কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং এই কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ নির্দেশনা প্রদান করেন।








উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৫০ টি ব্রাঞ্চে ১ হাজার ৫০ জন শিক্ষা সুপার ভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে কাজ করছে। এছাড়াও ৬৪ জেলায় তাদের ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে। ২০১১ সালে সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধে শুরু হওয়া এ শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.