পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হামলা ও মারধরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) রাতে পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা যুবদলের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহীন আলম আশিক। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০ থেকে ৮০ জনকে। বাদী শাহীন আলম আশিক সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকার আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালের ছেলে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ রোববার (৩ নভেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, জেলা আওয়ামী লীগের নেতা আনোয়ার সাদাত সম্রাট, জাকিয়া খাতুন, আমিরুল ইসলাম, ও অন্যান্য স্থানীয় নেতারা।
মামলার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা পঞ্চগড়ে সন্ত্রাসী কার্যকলাপ চালায়। ওইদিন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়, যার ফলে বাদীর বাবা এবং ভাইসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। দীর্ঘদিন রাজনৈতিক কারণে মামলা দায়ের করা হয়নি, তবে এবার বাদী ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন।
শাহীন আলম আশিক জানান, ২০০৬ সালের ঘটনার দিনটি ছিল নারকীয়। তিনি বলেন, ‘সেদিন শেখ হাসিনার নির্দেশে আমাদের উপর হামলা করা হয়। আমি আশা করি, এবার আমরা ন্যায় বিচার পাব।’
ওসি এস এম মাসুদ পারভেজ জানান, মামলাটি দায়ের হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞