ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
![]() |
ছবি সংগৃহীত |
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী রুহিয়া থানার শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকরা জানান, রুহিয়া থানার যেসব শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের উৎসাহ দিতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য কৃতী শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রুহিয়া থানা শাখার আমীর মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়তের আমীর অধ্যাপক মো.বেলাল উদ্দিন প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন সহকারী সেক্রেটারি ঠাকুরগাঁও জেলা শাখা। বাংলাদেশ জামায়াতে ইসলামী রুহিয়া থানা শাখার সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায়
এছাড়াও বক্তব্য রাখেন রুহিয়া থানার সহকারী সেক্রেটারি মোঃ তামিম আহমেদ, ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াত নেতা মোঃ আমিনুল ইসলাম, রুহিয়া ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অশ্বিনী কুমার বর্মনসহ রুহিয়া থানা জামায়াতের সুরা ও কর্মপরিষদের এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে রুহিয়া থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯ জন কৃতি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ক্রেস্ট , শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞