মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি
![]() |
ছবি একুশে ট্রিবিউন |
যৌথ বাহিনীর অভিযানে ৩২ গ্রাম হিরোইনসহ ২ জনকে ২ টি মোটরসাইকেল সহ আটক করা হয়েছে। তারা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলা চকপাড়া গ্রামের মৃত জীবন আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪৫) মোছা. শাহনাজ বেগমের,মাদক সেবনকারী দুখু মিয়ার বাসায়, ৭হর্স ক্যাপ্টেন কাজী নাঈম হোসেনের নেতৃত্বে ২ টি যৌথ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার( ৮ আগস্ট) রাত ২ টার সময় বিরামপুর উপজেলা চকপাড়া গ্রামে, শাহিন পুকুর গ্রামে মাদকসহ তাদেরকে আটক করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলা সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ৩২ গ্রাম হিরোইন, ২০ গ্রাম গাজা, ২৬ পিস টেপেন্টা, ইয়াবা ১ পিস, ২ টি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করেন।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
সেনাবাহিনীর বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবেন।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞