পটুয়াখালী ভার্সিটিতে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের।।

ছবি একুশে ট্রিবিউন 


প্রাণিসম্পদ খাতের সমতা ও কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

মঙ্গলবার (১২ আগস্ট) নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে বরিশাল ক্যাম্পাসের নিউ একাডেমিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিক্ষোভ নিয়ে শিক্ষার্থীরা ডিন অফিসের সামনে এসে জড়ো হয়। প্রায় দুই সপ্তাহ আন্দোলনের পরেও প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ কোন পদক্ষেপ না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

আগামী ২৪ ঘন্টার মধ্যে সমাধানের রোডম্যাপ ঘোষণা না করলে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার আগাম সতর্কবার্তা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

এ বিষয়ে এ্যানিমেল হাজবেন্ড্রি লেভেল ৪ সেমিস্টার ১ এর শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন,"দীর্ঘদিন আমরা আন্দোলন করতেছি, আমরা কাঙ্ক্ষিত সমাধান পাইনি। ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের রোডম্যাপ ঘোষণা করতে হবে। প্রশাসন কার্যকরী পদক্ষেপে ব্যর্থ হলে আমরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হবো।"

এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন,“আমি ইতোমধ্যে ভিসি স্যারের সাথে কথা বলেছি। আজ বিকেল তিনটায় দুই ডিসিপ্লিনের(এএইচ ও ডিভিএম) শিক্ষকদের নিয়ে জরুরি মিটিং হবে। আশা করি আমরা শিক্ষার্থীদের অনুকূলে একটি কার্যকরী সিদ্ধান্তে আসতে পারবো।।# জাকির হোসেন হাওলাদার দুমকি পটুয়াখালী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.