দুমকি উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল পিতা।


ছবি একুশে ট্রিবিউন 


পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মাদকাসক্ত বখাটে ছেলেকে পুলিশে দিয়েছে তার অতিষ্ট বাবা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহায়তায় বখাটে ছেলেকে ধরে নিয়ে দুমকি থানায় পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান হাওলাদার তার মাদকাসক্ত বখাটে ছেলে সোহাগ হাওলাদারকে (২৩) স্থানীয় ইউপি সদস্য মো: আমিনুল ইসলাম ও বারেক মেম্বরসহ স্থানীয়দের সহায়তায় আটক করে দুমকি থানায় নিয়ে যায় এবং পুলিশের হাতে তুলে দেন। উল্লেখ্য, মাদকাসক্ত বখাটে ছেলে সোহাগের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের উত্যক্তসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে। 


পিতা-মাতার অবাধ্য ছেলে সোহাগের অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে ওঠায় বাধ্য হয়ে তার বাবা স্থানীয়দের সহায়তা চায়। বুধবার রাতে চুরির উদ্দেশ্যে একই গ্রামের প্রতিবেশী জুলাই ২৪ যোদ্ধা শহীদ জসিম হাওলাদারের বাড়িতে ঘড়ের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। বিষয়টি তার পিতা মিজানুর রহমানকে জানালে স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেকসহ স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খুঁজে অভিযুক্ত সোহাগকে ধরে ফেলে এবং দুমকি থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে দেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোহাগকে চুরির মামলায় কারা হেফাজতে প্রেরণ করা হয়েছে।।


#জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.