ঠাকুরগাঁওয়ের হঠাৎ বৃষ্টিপাতে ক্ষতি গ্রস্ত ইট ভাটা মালিকেরা পানিতে ভিজে নষ্ট হয়েছে লাখ লাখ ইট

 গীতি গমন চন্দ্র রায় গীতি।।

স্টাফ রিপোর্টার।।

বিডিসি ফাইল ছবি 


ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় গত কয়েক দিনের

ভারী ও হালকা বৃষ্টি পাত হলে জেলার বিভিন্ন উপজেলার ইট ভাটায় নির্মিত কাঁচা ইট বৃষ্টিপাতের পানিতে ভিজে গলে নষ্ট হয়েছে লাখ লাখ ইট।


হঠাৎ করে বৃষ্টি পাত হবে বুঝতে পারেনি ইট ভাটা মালিকেরা তাদের ভাটায় লাখ লাখ কাঁচা ইট ঝড়বৃষ্টির কবলে পড়ে ইট গলে নষ্ট হলে ক্ষতি গ্রস্ত হয় ইট ভাটা মালিকেরা।


অজান্তেই বৃষ্টি পাত হবে বুঝতে পারেনি ভাটার মালিক কাঁচা ইট গুলো সংরক্ষণ ও পারেনি পলিথিন দিয়ে ঢেকে রাখতে না পাড়ায় নির্মিত লাখ লাখ ইট পানিতে ভিজে নষ্ট হয়েছে।


এ বিষয়ে পীরগঞ্জ,রানীশংকৈল,বালিয়াডাঙ্গী,হরিপুর ও ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইটভাটা পরিদর্শনে সরেজমিনে দেখা যায় কোন ইট পানিতে ভিজে পুরো গলিত,কোন অর্ধগলিত অবস্থায় ইট ভাটায় পড়ে থাকতে দেখা যায়।


এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার এক ইটভাটা মালিক জাহিদের সাথে কথা হলে তিনি সাংবাদিক বলেন হঠাৎ বৃষ্টিতে আমার ১ লাখ ৫০ হাজার কাঁচা ইট বৃষ্টিতে ভিজে পুরো নষ্ট হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.