বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  কুদরত আলী নিজস্ব প্রতিবেদকঃ

বিডিসি অনলাইন 

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 দুই  বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন সোমবার বিকেলে উপজেলার ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাসে এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ অরুণাংশু দত্ত টিটো। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অশোক কুমার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপদেষ্টা চারু বর্মন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন নির্মল, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ সভাপতি বিধান চন্দ্র, প্রদীপ কুমার বর্মন প্রমূখ। 

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, কর্মচারী সহ অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.