শিক্ষার গুণগত মানোন্নয়নে ঠাকুরগাঁওয়ে আশা'র অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি 



ঠাকুরগাঁওয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং গুণগত শিক্ষাকে সহজ ও সবার জন্য উন্মুক্ত করার লক্ষে অভিভাবকদের নিয়ে ‘অভিভাবক মতবিনিময় সভা’ করেছে বেসরকারি সংস্থা আশা।


বুধবার ৯ অক্টোবর বেলা ১২ টায় সদর উপজেলার কদম রসুল হাট উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঠদান কেন্দ্রে শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক ৬ষ্ঠ-৮ম শ্রেণি শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।


উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা এডুকেশন শিক্ষা অফিসার সামিরুল ইসলাম। এছাড়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আনারুল কাদির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল ফজল মোঃ আব্দুল আজিজ রিজিওনাল ম্যানেজার ভূল্লী অঞ্চল। 


এছাড়া অন্যান্যের মতো উপস্থিত ছিলেন, আশা ভূল্লী ব্রাঞ্চের বিএম গোলাম রাব্বানী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আব্দুল হামিদ, ডাঃ আহমদ আলী, আলহাজ্ব মাহফুজুর রহমান, মামুনুর রশিদ, আবু সাঈদ প্রভাষক ভূল্লী ডিগ্রী কলেজ সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠান ও আশা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা।


এসময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতিতে আশা'র দেশব্যাপী কার্যক্রম, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতকরণে করণীয়, আশা-শিক্ষা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, বাড়িতে শিক্ষার্থীদের যত্ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অবিভাবকদের সঙ্গে আলোচনা করেন। উপস্থিত অভিভাবকরা আশা-শিক্ষা কর্মসূচির উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। 


প্রসঙ্গত, সারা দেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৫০টি ব্রাঞ্চে ১ হাজার ৫০ জন শিক্ষা সুপার ভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে ২০১১ খ্রিষ্টাব্দ ঝরে পড়া রোধে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে ৬৪ জেলায় তাদের ৬৪টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.