ঘোড়াঘাটে সড়কে অভিযান ৪৮ হাজার টাকা জরিমানা

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

ছবি একুশে ট্রিবিউন 



দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে মামলা করা হয়।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার মিশনমোড়ে পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে ড্রাইভিং ৪টি, হেলমেট ৫টি, রেজিস্ট্রশন ১টিসহ ১০টি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 সেনাবাহিনীর সদস্যরা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর আহাদ ও ক্যাপ্টেন সাফিন এবং ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট ইনচার্জ (/টিএসআই) আবুল কালাম। তারা যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.