দুমকি উপজেলায়, সেতু নির্মাণ প্রকল্পের সুপারভাইজারের রহস্যজনক মৃত্যু।

 

ছবি সংগৃহীত 

বাংলাদেশ সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় কর্তৃক পটুয়াখালী জেলার দুমকীর নলুয়া- বাহেরচর সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের (সিসিডিবির) সুপারভাইজার মো: সেলিম শেখ (৫৪) রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। অত্র প্রকল্পের সার্ভেয়ার আব্দুল্লাহ আল হুসাইন ফাহাদ বলেন, রাতে একত্রে খাওয়া-দাওয়া শেষে অফিসের একটি রুমে সুপারভাইজার সাহেব ঘুমের জন্য চলে যায়, সকালে তার কোন সাড়াশব্দ না পেয়ে রুমে গিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

সেলিম শেখের বাড়ি বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আলাউদ্দিন শেখের পুত্র।

দুমকী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান , মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছি এবং তার পরিবারের কাছে খবর পৌঁছানো হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।।


# জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.