কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ডুবে যাওয়া ট্রলারসহ নিখোঁজ জেলের লাশ।

ছবি সংগৃহীত 



পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়, নকুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলার সহ এক জেলের লাশ। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ওই ট্রলারটি ভেসে আসে। ট্রলারের মধ্যে ভেসে আসা ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫১)। তার পরিচয় শনাক্ত করেছে জামাতা সাগর ইসলাম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 

গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলে সহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে গত ১ আগষ্ট নজরুল ইসলাম নামের এক জেলের লাশ সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলার ডুবির ওই ঘটনায় এখনে নিখোঁজ রয়েছে ৩ জেলে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ -পরিদর্শক মনিরুজ্জামান বলেন, লাশ সহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।।




 # জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.