শ্রম অধিদপ্তরের দুই কর্মকতার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুনীতির অভিযোগ

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি 

ছবি সংগৃহীত 



দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক ওসমান গনি এবং সহকারী উপ পরিচাল হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া উঠেছে। 

জানা গেছে, শ্রমিকের অধিকার আদায়ের একমাত্র প্রতিষ্ঠান আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুরে রাজশাহী থেকে আসার পর থেকে একের পর এক অনিয়ম দুর্নীতি বেড়েই চলেছে।ভুয়া ভাউচার যেমন কোন কাজ ৫ হাজার টাকার করা হলেও সেটা আবার ১৫/২০ হাজার হযে যায। আবার শ্রমিকদের সংগঠন রেজিস্ট্রেশনভুক্ত করার সময় মোটা অংকের টাকা না দিলে রেজিষ্ট্রেশন দেয়া হয না। টাকা দিলে ঠিকই হাতের নাগালে রেজিষ্ট্রশন পাওয়া যায়। হাসিনা সরকার দেশত্যাগের পর মনে হয়ে ছিল এই প্রতিষ্টান দুনীতি মুত্ত হবে কিন্তু দিনাজপুরের আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক ওসমান গনি 

ও সহকারী উপ-পরিচালক হুমায়ুন কবির অনিয়ম দুনীতি বেপোরয়া ভাবে চালিয়ে যাচ্ছে। যে শ্রমিক মালিকের কাছে শ্রম বিক্রি করে কোনমতে সংসার চালায় সেই শ্রমিকের ঘামের টাকা ঘুষ নিতে কুন্ঠাবোধ করেন না সংশ্লিট কর্মকতারা। এমন কি শ্রমিক সংগঠন গুলো প্রতি বছর রির্টান দাখিল করতে গেলে মোটা অংকের সেলামি না দিলে ফাইলে সই করেন না তারা । এমন কি বলে দেন আপনারা যে রির্পোট দিযেছেন তা গড়মিল আছে। আপনাদের রির্পোট নিযে যান এভাবে শ্রমিক নেতাদের হয়রানী করে থাকেন। আর যদি তাদের উপযুক্ত সেলামি দিলে নিমেষের মধো রির্টান জমা নেন। অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানান শ্রমিক সংগঠন গুলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.