রংপুরের ‎গংগাচড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার রংপুর,রংপুর:

ছবি একুশে ট্রিবিউন 


‎রংপুরের গংগাচড়া উপজেলার মাল্টিপারপাস হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গংগাচড়া উপজেলা শাখার আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে জামায়াত মনোনীত রংপুর-১ আসনের প্রার্থী ও রংপুর মহানগর সেক্রেটারি রায়হান সিরাজী, উপজেলা আমির নায়েবুজ্জামান নায়েব, উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলাম ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎বক্তারা শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, তাদেরকে আদর্শ, নৈতিকতা ও সুশিক্ষায় গড়ে তোলা সবার দায়িত্ব। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও শিবিরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.