দুমকি উপজেলায়, গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন।


ছবি একুশে ট্রিবিউন 


গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকগন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার ( ৯আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুমকি শহরের নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন আমির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

  আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক, মোঃ দেলোয়ার হোসেন, এবাদুল হক, আমির হোসেন, মিজানুর রহমান, আতিকুল ইসলাম, ,সাকিব হোসেন, প্রমুখ। এসময় দুমকি উপজেলায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকায় কর্মরত অর্ধশতাধিক গনমাধ্যম প্রতিনিধি উপস্থিত থেকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দ্রত বিচার আইনে শাস্তির দাবি জানান।

বার্তা প্রেরক-

জাকির হোসেন হাওলাদার 

দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি। 

তারিখঃ৯/৮/২০২৫ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.