নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার রংপুর:
![]() |
ছবি একুশে ট্রিবিউন |
গত ৭ আগস্ট ২০২৫, রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমীর, জননেতা অধ্যাপক গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রংপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জনাব রায়হান সিরাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা আমীর জনাব নায়েবুজ্জামান নায়েব, উপজেলা সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম, বেতগাড়ী ইউনিয়ন আমীর জনাব শাহ আলম, ইউনিয়ন সেক্রেটারি মুনিম বিল্লাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কাঠামো মজবুতকরণ এবং ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। কর্মী সমাবেশে ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে বক্তারা জোর দেন, ন্যায় ও ইসলামি আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনার লক্ষ্যে সংগঠনের দৃঢ় অঙ্গীকার অপরিহার্য।
তারা প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং ঐক্যবদ্ধ থেকে দলের সম্মিলিত শক্তি বৃদ্ধির আহ্বান জানান।
সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা যায় উজ্জীবিত উৎসাহ ও দেশপ্রেমিক মনোবল, যা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞