জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছের সাথে শত্রুতা!

 

নিউজ ডেস্ক রিপোর্ট 

বিডিসি বাংলা টেলিভিশন 


মি নিয়ে শত্রুতার জেরে বরিশালের বাকেরগঞ্জে জসিম উদ্দিন তালুকদার নামের এক চাকুরিজীবির রোপন করা উন্নতজাতের আম গাছসহ বিভিন্ন ফলের চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 


শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকেএ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে জসিম উদ্দিন তালুকদার বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ জসিম উদ্দিন তালুকদার পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক পদে চাকুরী করছেন। তিনি গত এক বছর আগে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দক্ষিণ দুধলমৌ গ্রামে বিএস খতিয়ান নং-১৫১৭, দাগ নং-৫৭৫০ ও ৫৭৪৩ এ মোট ১৮ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ি নিমান ও গাছপালা লাগিয়ে ভোগদখলে রয়েছেন। ওই জমির একটি অংশ একই গ্রামের খসরু মিয়ারা দাবি করায় জমি নিয়ে শত্রুতা বিরাজমান। সম্প্রতি তিনি তার নিমিত ঘরটি একটি পরিবারকে ভাড়া দিয়েছেন। শনিবার দিবাগত রাতে তার বসতবাড়ির আঙিনায় রোপনকৃত কিছু উন্নতজাতের আম গাছ দুর্বৃত্তরা উঠিয়ে ও পুড়িয়ে দেয়। তার ধারণা জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় বরগা চাষী আলমগীর হোসেনের নেতৃত্ব দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।


বসতঘরের ভাড়াটিয়া শায়লা খাতুন জানান, ওইদিন রাত ২ টায় প্রকৃতির ডাকে তিনি ঘুম থেকে উঠে বাহিরে গেলে তখনও গাছগুলো দেখতে পান। সকালে গুম থেকে উঠে তিনি কিছু আম গাছ কেটে ও পোড়ানো দেখতে পেয়ে জমির মালিক জসিম তালুকদারকে জানান। 


বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান গাছ উপরে ফেলে ও পোড়ানোর ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা তদন্তে একজন অফিসারকে পাঠানো হয়েছে। তদন্ত করে সতত্য পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.