বিডিসি নিউজ
![]() |
ট্রাক্টর পোড়ানোর চিত্র |
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত যশোদা রানী (৩৫) ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ গ্রামে। তিনি ওই এলাকার রাজিব চন্দ্র রায়ের স্ত্রী৷
যশোদা রানীর বাবার বাড়ী বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের আওয়াচ ডাঙ্গা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যশোদা রানী অতুল চন্দ্র রায় নামে একজন সহকর্মীর মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। স্কুলের সামনে পৌঁছে ফুটকিবাড়ি বাজারে মোটরসাইকেলের চাকা বালুতে পিছলে গিয়ে যশোদা রানী সড়কে ছিটকে পড়েন। সাথে সাথে একটি ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞