ঠাকুরগাঁওয়ে রাস্তার পাশ থেকে ফেরিওয়ালার লাশ উদ্ধার।

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ 

ছবি বিডিসি টেলিভিশন 


ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকা হতে রাস্তার পাশে বোরো ধান ক্ষেত থেকে এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ।


ঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে রুহিয়া - পাটিয়াডাঙ্গী সড়ক কমলা ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশের বরো ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।


মৃত হাফিজুল ইসলাম হাফি (৫২) দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ৩ নং রামপুর ইউনিয়নের তেলি পাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেন নিহত ব্যক্তির সঙ্গী ফেরিওয়ালা আনোয়ার হোসেন তবে নিহত ব্যক্তির পিতার নাম তাৎক্ষণিক ভাবে জানা সম্ভব হয়নি। মৃত হাফিজুল ইসলাম হাফির দুটি পুত্র সন্তান রয়েছে বলে জানা যায়।



জানা যায়, মঙ্গলবার আনুমানিক রাত ৮ টার সময় রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 


রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন ৯৯৯ নাম্বারের মাধ্যমে জানতে পেরে আমি সঙ্গীয় ফোর্স সহ ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের কমলা ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে পাশে পাকা রাস্তার পাশ থেকে হাফিজুল ইসলাম নামের এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে নিহত হয়েছে তারপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.