স্টাফ রিপোর্টার,
![]() |
ছবি সংগৃহীত |
কুমিল্লার বুড়িচংয়ে স্ত্রী ও ছেলের লাঠির আঘাতে আবদুল মালেক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপতালে প্রেরণ করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী জোসনা বেগমকে আটক করলেও ছেলে মোঃ সেলিম পলাতক রয়েছে।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আর) রুহুল আমিন বুধবার সকালে জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের স্ত্রী ও ছেলের সাথে বাকবিতন্ডা হয়। এসয়ম স্ত্রী জোসনা বেগম ও ছেলে সেলেম আবদুল মালেককে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। বাড়ীর লোকজন আহত আবদুল মালেককে স্থানীয় একটি বেসরকারি হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
এদিকে বাবার মৃত্যু খবর পেয়ে ছেলে সেলিম ঘরে থাকা নিজের পাসপোর্টসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
আরো পড়ুন
দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লাঠির আঘাতেই মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়া যাবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী আটক আছে, অপর অসামীকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সঠিক বিচার হোক
উত্তরমুছুনআপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য
মুছুনএর বিচার চাই
উত্তরমুছুন❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞