রুহিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব পরিবারের পাশে ভূমিহীন আন্দোলন কমিটি

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বিডিসি অনলাইন 


ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাজাগাঁও ইউনিয়নের বড়দেশ্বরী এলাকায় একটি অসহায় ও ভূমিহীন পরিবারের সব আগুনে পুড়ে গেছে।

 সে এখন নিঃস্ব হয়ে পড়েছেন। গত শুক্রবার রাতে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়ি বাড়ি গ্রামে বড়দেশ্বরী বাজারে ভূমিহীন বেলাল হোসেনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে । ক্ষতিগ্রস্ত বেলাল হোসেন একজন বাগান পরিচর্যা শ্রমিক।

অসহায় ও ভূমিহীন বেলাল হোসেনের বাড়ি আগুনে পুড়ে নিঃস্ব হওয়ার পরও এখন পর্যন্ত সরকারি বা কোন দাতা সংস্থা কেউ কোন সহায়তা করেননি এতে করে চরম দূর্বিষহ জীবনযাপন করছেন বেলাল হোসেনের পরিবার। 


এদিকে আগুন লাগার খবর গণমাধ্যমের মাধ্যমে জানতে পেয়ে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সভাপতি প্রফুল্ল কুমার বর্মনের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ আগুনে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বেলাল হোসেনের হাতে চাল, কম্বল ও শুকনা খাবার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির রুহিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক কুদরত আলী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুহিয়া ইউনিয়ন কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন প্রমূখ। 

রাজাগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য শাহাদাৎ হোসেন জানান, বেলাল হোসেন একজন অসহায় ও ভূমিহীন সে দীর্ঘ দিন ধরে বড়দেশ্বরী বাজারের খাস জমিতে বসবাস করতেন। শুক্রবার রাত ১২ টার দিকে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ঘরে ছড়িয়ে পড়ে জ্বলতে থাকে। আশপাশের লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও পরিবারটির সব পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে নিঃস্ব বেলাল জানান, আমরা স্বপরিবারে মেহমান খেতে গিয়েছিলাম রাত ১২ টায় স্থানীয় লোকজন মোবাইল ফোনে জানায় আমার বাড়িতে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত বিষয় তিনি বলেন বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে ।


তিনি অভিযোগ করে বলেন, আগুনে পুড়ে নিঃস্ব হয়েছি অথচ এখনো কোন সরকারি সহায়তা পাইনি। 


এ সময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সভাপতি প্রফুল্ল কুমার বর্মন বলেন অসহায় ও ভূমিহীন বেলাল হোসেন নিঃস্ব হয়েছে কিন্তু আগুনে পুড়ে যাওয়ার ৫/৬ দিন অতিবাহিত হলেও এখনো উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার সহায়তা প্রদান করা হয়নি । তিনি বলেন আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্ম দিন উপলক্ষে রুহিয়া থানা কমিটির পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থ পরিবারকে সামান্য সহায়তায় করলাম। তিনি আরও বলেন আমি আশা করি আগুনে ক্ষতি গ্রস্থ পরিবারটিকে অতি দ্রুত সরকারি সহায়তা প্রদান করা হোক ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.