রুহিয়ায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

 কুদরত আলী:

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

বিডিসি টেলিভিশন 


ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ১ নং রুহিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় রুহিয়া ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে প্রাঙ্গণে কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

১ নং রুহিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাজিউর রহমান চৌধুরী স্বপন। ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির রুহিয়া আঞ্চলিক সভাপতি রামকৃষ্ণ বর্মন ও সাধারণ সম্পাদক মোঃ ইমান আলী( ইউপি সদস্য) । 

এছাড়াও বক্তব্য রাখেন, মজিবর রহমান, খলিলুর রহমান, শিক্ষক আব্দুল বাতেন, ছাত্র নেতা আজাদ হোসেন প্রমূখ। 


 কর্মী সভায় রুহিয়া থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় জাতীয় পার্টির কর্মীগণ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাজিউর রহমান চৌধুরী স্বপন বলেন, বর্তমানে জাতীয় রাজনৈতিক সংকট চলছে এই সংকটময় মুহূর্তে আমরা সরকার দলীয়ের কারণে জনগণের সামনে যাওয়া যায় না। 

তিনি বলেন পূর্বের মত আমাদের কর্মী অনেক কম হওয়ায় জাতীয় পার্টি পিছিয়ে আছে। এখন আমাদের কে আরও সু সংগঠিত করতে হবে। তিনি আরও বলেন কেন্দ্র কমিটি কি সিদ্ধান্ত নিবে আমাদের কে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা যাবে না আমরা নিজে আমাদের সংগঠনকে সু সংগঠিত এবং বেগবান করতে হবে। তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগ শুধু নির্বাচনের সময় আমাদের সাথে আসে নির্বাচন শেষ হলে আর যোগ করে না এবার আমরা আর আওয়ামী লীগের কথায় কাজ করব না তবে হ্যা যদি কেন্দ্র মহাজোট থেকে নির্বাচন করে তাহলে আমরাও নির্বাচনে অংশ নিব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.