ঠাকুরগাঁওয়ে লতিফন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও ৩ টি ব্রিজের শুভ উদ্বোধন করেন-রমেশ চন্দ্র সেন এমপি

 গীতি গমন চন্দ্র রায় গীতি।। 

স্টাফ রিপোর্টার।।

বিডিসি অনলাইন 


সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের শুখানপুকুরী লতিফন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন রমেশ চন্দ্র সেন এমপি।


উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, বিএনপি-জামায়াত একটি উশৃংখল রাজনৈতিক দল।ওদের কাজই হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করা।তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।যাতে করে বিএনপি-জামায়াত দেশের শান্তিপূর্ণ পরিবেশ কোনভাবেই নষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।


ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার শুখানপুকুী ইউনিয়নের লতিফন নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনটি ২ কোটি ৩৮ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে নির্মান কাজ করেন ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।তার আগে শুখানপুকুরী ইউনিয়নের পালপাড়া গ্রামের হাতুরী নদীর উপর ৫০ মিটার একটি ব্রীজ,জাঠিভাঙ্গা এলাকার পাথরাজ নদীর উপর ৩২ মিটার একটি ব্রীজ ও পূর্ব শুখানপুকুরী এলাকার পাথরাজ নদীর উপর ৪০ মিটার একটি ব্রিজসহ মোট তিনটি ব্রীজের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।এই তিনটি ব্রীজ ১০ কোটি ১৭ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ করেন ঠাকুরগাঁও এলজিইডি।


সে সময় রমেশ চন্দ্র সেন এমপি বলেন,ক্ষমতায় থাকাকালীন অবস্থায় উন্নয়নের কথা বলে বিএনপি দেশের অর্থ-সম্পদ লুন্ঠন করেছে। এ কারণে বিএনপি দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে।আমাদের উন্নয়নগুলো জনগণের সামনে দৃশ্যমান থাকবে আমরা চাই বাংলাদেশের জনগণ সুন্দর ভাবে যেন জীবনযাপন করতে পারে।সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো বাংলাদেশে উন্নয়নের কাজে এগিয়ে চলছে।


এছাড়া আরও বলেন,বাংলাদেশে আওয়ামী ছাড়া কোন দল নেই যে দল দেশের উন্নয়ন করতে পারে। একমাত্র আওয়ামী লীগই হলো উন্নয়নের দল। সকলেই আওয়ামী লীগের সঙ্গে থাকবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে রমেশ চন্দ্র সেন বলেন, জীবনে সব জায়গা থেকেই জ্ঞান অর্জন করতে হবে।সফল হতে হলে অনেক বাঁধার সম্মুখীন হতে হবে।সফলতার কোনো শর্টকাট পদ্ধতি নেই।তাই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে প্রত্যেক জন শিক্ষার্থীকে সুশিক্ষিত হতে হবে।


শুখানপুকুরী লতিফন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লাতিফুল খাবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল, ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বহী প্রকৌশলী মেহেদী ইকবাল, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান,শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জীবন চন্দ্র ঘোষ,ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান ও বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.