লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ।

 স্টাফ রিপোর্টার, 

বিডিসি ছবি

গ্রীষ্মের প্রচণ্ড খরতাপের সঙ্গে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন লোডশেডিং ও বিদ‍্যুতের লো-ভোল্টেজ এর কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

 গত তিন দিন থেকে পবিত্র রমজানে ইফতার, তারাবি এমনকি সেহরিতেও মিলছে না বিদ‍্যুৎ। অপর দিকে ইরি-বোরো চাষের শেষ সময়ে এসে জমিতে পানি (সেচ) দেওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

বিদ‍্যুৎ বিভাগ বলছে চাহিদার তুলনায় সরবরাহ কম ও জাতীয় গ্রীডে ভোল্টেজ কম থাকায় বিদ‍্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। এর ফলে প্রত‍্যন্ত গ্রাম এলাকার বাসিন্দাসহ ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। আসন্ন ঈদ মার্কেটে সকল দোকানের ক্রেতারা পরেছে দুর্ভোগে।


ভূরুঙ্গামারী বাজারের কয়েক জন পোশাক ব্যবসায়ী বলেন, কোনো রুটিন ছাড়াই দিনে অনেকবার লোডশেডিং হচ্ছে। এক-দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসলে আবার সর্বোচ্চ ৩০ মিনিট পর চলে যায়। আসন্ন ঈদ মার্কেটে ব‍্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছি।


পল্লী বিদ‍্যুতের ভূরুঙ্গামারী জোনাল অফিস সুত্রে জানাগেছে, উপজেলায় দৈনিক বিদ‍্যুতের চাহিদা ১৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৮ মেগাওয়াট। অপর দিকে দৈনিক (নৈশ) চাহিদা ২২ মেগাওয়াটের বিপরীতে পাওয়া যাচ্ছে ৯ মেগাওয়াট।

কুড়িগ্রাম -লালমনিরহাট পল্লী বিদ‍্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিসের ডিজিএম কাউসার আলম জানান, জাতীয় গ্রিডে সমস‍্যার কারণে মাঝে মাঝে বিদ‍্যুতের লো ভোল্টেজ হচ্ছে। একারণে নিরবিচ্ছিন্ন বিদ‍্যুৎ সর্বরাহ করা যাচ্ছে না। আর চাহিদার তুলনায় কম বিদ‍্যুৎ পাওয়ার ফলে ঘাটতি পূরণে লোডশেডিং দিতে হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.