ঘূর্ণিঝড় বা ঝড়ের সময় যে দোয়াগুলো পড়বেন

 ঘূর্ণিঝড়ের দোয়া হলো: 



"আল্লাহুম্মা লا مাজরা লি ফী মَنْزিলَتی، وলَا أَعوذُ بِکَ مِنْ زَوالِ نِعْمَتِکَ، وَتَحَوُّلِ عافِیَتِکَ، وَفُجاءَةِ نِقْمَتِکَ، وَجَمِیعِ سَخَطِکَ"।


এর অর্থ হলো: "হে আল্লাহ, আমি আপনার কাছে আশা করছি যে আমার স্থানটি নিরাপদ থাকুক, এবং আমি আপনার নেমতির অপচয় হওয়া থেকে ও আপনার স্বাস্থ্যকে এবং পারম্পরিক সৃষ্টিকে এবং অপ্রত্যাশিত দুর্যোগ থেকে আপনার আশীর্বাদ চাই। আর আপনার ক্রোধ ও প্রতিশোধের সমস্ত আয়াতন হতে পারে সেই সকল ক্ষতি থেকে আমাকে রক্ষা করুন।"

আল্লাহুম্মা হদিনা فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ، فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ.


অর্থ: হে আল্লাহ, যে ব্যক্তি যেমন তুমি হাদি দিচ্ছো তেমনি আমাদেরকে হেদায়েত কর। যে ব্যক্তি তুমি সুস্থ রাখছো সেই ভাবে আমাদেরকে সুস্থ রাখ। যাকে তুমি আনুগত্য প্রদান করো সেই ভাবে আমাদেরকে আনুগত্য প্রদান কর। তুমি যে দেবাদূতদের দিচ্ছো তার উপর বরকত দান কর এবং যে কিছু তুমি আমাদেরকে দান করবে তার উপর বরকত দান কর। তুমি আমাদেরকে তোমার নির্ণয়ের অবস্থার ক্ষতি হতে দূর রাখ। সত্যিই তুমি নির্ণয় করবে এবং তোমার উপর নির

ঝড়-বাতাসের অনিষ্ট থেকে সুরক্ষা পেতে দোয়া

'আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরি হাজিহির রিহি ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি, ওয়া আউযুবিকা মিন শাররিহা, ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি'। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.