রুহিয়া পশ্চিম ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রয়ের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: 

ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের বিশেষ বরাদ্দ খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।


২৫ আগষ্ট (সোমবার) সকালে রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারী বাজারে এ কর্মসূচীর চাল বিক্রয়ের উদ্বোধন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান (ট্যাগ অফিসার), রুহিয়া থানা কৃষকদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ লুৎফুর রহমান, ইউপি সদস্য মো: আসির উদ্দিন, সেনিহারী ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: মতিউর রহমান, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মির্জা মো: সানি, রুহিয়া পশ্চিম ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি মো: আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক সহ স্হানীয় গণমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।


খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার বেলাল হোসেন জানান, এই কর্মসূচীর আওতায় আমার পয়েন্টে ১,২,৩ ৪ নং ওয়ার্ড এর ৫৬৪ জন বৈধ কার্ডধারী প্রতিটি পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.