বিশ্বনাথে পুলিশের খাঁচায় কুখ্যাত ডাকাত সর্দার মকরম

স্টাফ রিপোর্টার




সিলেটের বিশ্বনাথে পুলিশের খাঁচায় বন্দি হয়েছে কুখ্যাত ডাকাত সর্দার ও একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত ফেরারি আসামি মকরম আলী ওরফে মকরম ডাকাত।

সেই উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ইর্শ্বদ আলীর পুত্র।


শনিবার (২০ মে) রাতে চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকা থেকে বিশ্বনাথ থানার এসআই বিনয় চক্রবর্তী ও শাহপরাণ মোল্লার নেতৃত্বে একদল পুলিশ মকরম ডাকাতকে গ্রেপ্তার করে।


পুলিশ সূত্রে জানাগেছে, মকরম আন্ত:জেলা ডাকাত সর্দার। সে একাধিক ডাকাত বাহিনীর নিয়ন্ত্রক। এসব বাহিনীর মাধ্যমে মকরম আলী ওরফে মকরম ডাকাত দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলায় ৭টি ওয়ারেন্ট রয়েছে। মামলার হুলিয়া নিয়ে সু-কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল দুর্ধর্ষ ডাকাত সর্দার মকরম।



মকরম আলী ওরফে মকরম ডাকাতকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, দীর্ঘদিন পলাতক থাকা কুখ্যাত মকরম ডাকাতকে গ্রেপ্তারে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত ছিল। অবশেষে শনিবার রাতে তাকে (মকরম) চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.