ছাগল পালন করে সাবলম্বী নুববানুর খামার পরিদর্শন করলেন প্রাণিসম্পদ কর্মকর্তা

 কুদরত আলী 



 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ দেশী জাতের

 ছাগল পালন করে সাবলম্বী ঠাকুরগাঁওয়ের নুববানু বেগম শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার চার দিন পরে খামার পরিদর্শন করলেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। 


সোমবার (২২ মে) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার খড়ি বাড়ি (বড়দেশ্বরী) গ্রামের আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের স্ত্রী নুরবানুর দেশী ছাগলের খামার পরিদর্শন করেন 

 জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ, জেলা প্রাণী সম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ মো নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হেমন্ত কুমার রায়।

এ সময় ছাগলের চিকিৎসার জন্যে বেশ কিছু টিকা, ঔষধ প্রদান করেন এবং পরবর্তীতে তাকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 



উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার খড়ি বাড়ি (বড়দেশ্বরী) গ্রামে দেশি জাতের ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন নুর বানু । এক সময় অভাব অনটনে নিঃস্ব হয়ে পড়লে নিজ বাড়িতে গড়ে তুলেন ছাগল পালন। ১৯৯২ সালের শেষ দিকে নিজের বাড়িতে ছাগল লালন-পালন শুরু করেন খড়ি বাড়ি (বড়দেশ্বরী) গ্রামের আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের স্ত্রী নুর বানু । প্রথম দিকে ৫ টি ‘দেশি’ জাতের ছাগল কিনে বাড়িতে পালন শুরু করেন। এর ১ বছর পর ৪টি ছাগল বিক্রি করে লাভ পেতে শুরু করেন। তারপর আরও কয়েক টি ছাগল কিনেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি নুর বানুকে। ৩০ বছর ধরে ছাগল পালন করে আসা এখন ছাগল রয়েছে ছোট বড় মিলে ৩৫ টি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.