still attribute

⁠☞⁠ "একুশে ট্রিবিউন একটি অনলাইন বৃহৎতম পাঠক প্রিয়ো গনমাধ্যম প্রাথমিক ভাবে পরিক্ষা মূলক শাহাজাদ ইসলাম কর্তৃক চালু করা হয়েছে। ঠাকুরগাঁও-৫১০১ ঢাকা বাংলাদেশ"মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

ধান কেটে ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন!

 ঠাকুরগাঁও প্রতিনিধি: 



ধান কেটে ভূমি দখলের অভিযোগে রুহিয়া থানা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের মৃত আব্দুস সামাদ এর পুত্র ভূক্তভোগী আলাল হোসেন। 

লিখিত বক্তব্যে আলাল হোসেন জানান, তিনি ইতিপূর্বে ক্রয় সূত্রে ০৩ (তিন) টি দলিল মূলে বাকডোকরা ও গোবিন্দপুর মৌজায় ৬ জনের নিকট হতে ৫.০৭ শতক জমির মালিক হন। এবং দীর্ঘদিন ধরে তিনি ভোগ দখল করে আসছেন। এমতাবস্তায় পঞ্চগড় বার কাউন্সিলের সদস্য আটোয়ারী ছোটদাপ এলাকার স্থায়ী বাসিন্দা এডভোকেট আনিছুর হক দ্বিতীয় কবলা সূত্রে উক্ত জমির সাড়ে তিন একর মালিকানা দাবি করে দখল নেওয়ার চেষ্টা চালালে আমি নিরুপায় হয়ে পঞ্চগড় জর্জ কোর্টে একটি মামলা দায়ের করি। বিজ্ঞ বিচারক উক্ত জমির উপর ১৪৪ ধারা জারি করে উক্ত জমিতে প্রবেশের নিষেধাজ্ঞা দিলেও ঘটনার দিন অথাৎ ১৫ নভেম্বর বুধবার বেলা ১ টার সময় এডভোকেট আনিছুরগং আনুমানিক ২০০ জন ভারাটিয়া মাস্তান নিয়ে এসে আমার রোপনকৃত ১ একর ৫৪ শতক জমির ধান কেটে নিয়ে যাওয়ার সময় আমি ও আমার পরিবার বাধা দিলে আমার পরিবারের লোকজনকে হতাহত করে। এরপর আমি নিরুপায় হয়ে আটোয়ারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা ¯’লে আসলে আনিছুর তার দলবল নিয়ে কৌশলে সটকে পরেন। বর্তমানে আমার পরিবারের লোকজন ঠাকুরগাঁও সদর আধুনিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি এখন আপনাদের মাধ্যমে ভূমি দস্যু এডভোকেট আনিছুর এর বিচার দাবী করছি। এ ব্যপারে এডভোকেট আনিছুর হক মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, আমি ক্রয় সূত্রে সাড়ে তিন একর জমির মালিক। আমার জমিতে আমি ধান লাগিয়েছি তাই ধান পেকে যাওয়ায় আমি আমার লোকজন দিয়ে কেটে এনেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.