বিএনপি নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে, সে বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, এতে মানুষ ভালোবাসবে না।
দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথবা পুলিশের হাতে তুলে দেয়।
তাই অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন,
আপনার দেখেছেন ৫ আগস্টের দিনে সাধারণ মানুষ শেখ হাসিনাকে পালাবার সময়টুকুও দেয়নি।
সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে ফ্যাসিবাদ হাসিনা সরকার। খারাপ কাজ করেছে বলে সাধারণ মানুষ তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন,এই ফ্যাসিবাদী সরকারের থেকে ১১১টা মামলা খেয়েছি ১১ বার জেল খেটেছি, খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছেন। দেশের প্রত্যেকটি জেলার মানুষকে মামলা দিয়েছে। আমরা দেশে ছিলাম পালিয়ে যাইনি, মামলা লড়েছি। এসময় শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, পারলে দেশে এসে মামলা লড়েন।
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবেলা করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেছেন।
এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞