দিনাজপুরে "ওয়েলকাম ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট" এর জমকালো উদ্বো প্রধান অতিথি চেম্বার সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক

 

 


দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বড় মাঠ সংলগ্ন **আলহাজ্ব জমির উদ্দিন চৌধুরী বাণিজ্যিক ও আবাসিক কমপ্লেক্স মার্কেট**-এ মনোরম পরিবেশে "ওয়েলকাম ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়ে ফিতা কেটে উদ্বোধন

 

বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি** আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক।

  

বিশেষ অতিথিরা ছিলেন

 

মোহাম্মদ আখতারুজ্জামান জুয়েল (সিনিয়র সহ-সভাপতি, চেম্বার)

 

একে এম আজাদ (সাধারণ সম্পাদক, জিয়া হাট ফাউন্ডেশন)

 

ডা. গোলাম গাউস মন্টু (কোষাধ্যক্ষ, চেম্বার)

 

রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন (সাবেক প্রেসিডেন্ট, দিনাজপুর রোটারি ক্লাব)

 

রোটারিয়ান এসএম মমিনুল ইসলাম(সাবেক প্রেসিডেন্ট, দিনাজপুর রোটারি ক্লাব)

 স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

 


  

 অতিথি অভ্যর্থনা

 

প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান **ওয়েলকাম ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট-এর প্রোপ্রাইটর মোহাম্মদ ওমর ফারুক দুলাল

  

 রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণ

 

"ওয়েলকাম ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট"-এ গ্রাহকদের জন্য থাকছে **প্রায় ১৫০টিরও বেশি সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবার**। উল্লেখযোগ্য আইটেমের মধ্যে রয়েছে:

 

 

- গোটা খাসি (খ্যাপছা)

 

- বার্গার, পিজ্জা

 

- কোলকাতা স্পেশাল পানিপুরি, দিল্লি স্পেশাল বেলপুরি

 

- তুর্কি পাস্তা, তুর্কি চিকেন পাস্তা

 

- আদানি কাবাব, মালাই কাবাব, হারিয়ানা কাবাব, পাহাড়ি কাবাব, মাটন বটি কাবাব

 

- নানান স্বাদের কোল্ড আইসক্রিম

 

- সামি-টিক্কা-চাপারি কাবাব এবং আরও অনেক কিছু!

 


  


 

নতুন এই রেস্টুরেন্টটি দিনাজপুরবাসীর জন্য নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.