নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের খড়ি বাড়ি গ্রামের বড়দেশ্বরী চৌরাস্তার পশ্চিমে কাঁঠালতলী টিউবওয়েল স্থাপন করা হয়েছিল। কিন্তু গত পরশু রাতে সেই টিউবওয়েল চুরি হওয়ায় এলাকার হাজারো মানুষ চরম জলকষ্টে পড়েন।
বিশেষত পথচারী এবং এই এলাকার কৃষক শ্রমিকদের জন্য বিশুদ্ধ পানীয় জলের অভাব এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সেই টিউবওয়েল হারানোর খবর শুনে এগিয়ে এলেন স্থানীয় সাংবাদিক কুদরত আলী ।
মানুষের দুর্গতি উপলব্ধি করে তিনি তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে একটি নতুন টিউবওয়েল স্থাপন করে সকলের মুখে হাসি ফোটালেন।
জানা যায়, পুরনো টিউবওয়েলটি দীর্ঘদিন ধরে বহু মানুষের তৃষ্ণা নিবারণ করে আসছিল। সেটি হঠাৎ করে চুরি হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা দেখা দেয়।
বিশেষ করে গ্রীষ্মের এই সময়ে বিশুদ্ধ জলের অভাব অসহনীয় হয়ে পড়েছিল।
এই খবর পৌঁছানো মাত্রই সাংবাদিক কুদরত আলী দ্রুত পদক্ষেপ নেন। ব্যক্তিগত উদ্যোগে তিনি নতুন একটি উন্নতমানের টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করেন। অল্প সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন হয় এবং নতুন টিউবওয়েলটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
নতুন টিউবওয়েলটি উদ্বোধনের সময় স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক কুদরত-এর এই মানবিক এবং সময়োপযোগী পদক্ষেপের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।
স্থানীয় সবজি চাষী কৃষক পরিমল চন্দ্র, শহিদুর,বাবুল,আনসারসহ অনেকে বলেন কুদরত সাহেবের এই নিঃস্বার্থ উদ্যোগ আবারও প্রমাণ করলো যে, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের প্রতি সহানুভূতি থাকলে যেকোনো কঠিন পরিস্থিতিতেও আশার আলো জ্বালানো সম্ভব।
তার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং সমাজের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
এ প্রসঙ্গে সাংবাদিক কুদরত আলী বলেন, "পুরনো টিউবওয়েলটি চুরি হয়ে যাওয়ার খবর শুনে আমি মর্মাহত হয়েছিলাম। গ্রীষ্মের সময় জলের কষ্ট কতটা তীব্র হতে পারে, তা আমি উপলব্ধি করতে পারি। সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে মানুষের এই দুর্ভোগ লাঘবে সামান্য অবদান রাখতে পেরে আমি আনন্দিত।"
নতুন টিউবওয়েলটি স্থাপনের ফলে এলাকার পথচারী, কৃষক শ্রমিকসহ সকল স্তরের মানুষ উপকৃত হবেন। বিশেষত যারা কাজের প্রয়োজনে দীর্ঘ সময় বাইরে থাকেন, তাদের জন্য এটি বিশুদ্ধ পানীয় জলের একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠবে। পুরনো টিউবওয়েলের অভাব পূরণের পাশাপাশি নতুন এই টিউবওয়েলটি এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা যাচ্ছে।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞