ঠাকুরগাঁওয়ে ইনসাবের উদ্যোগে মে দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ



ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) ঠাকুরগাঁও শাখার উদ্যোগে মহান মে দিবস- ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও শাখার রামনাথ হাট কার্যালয়ে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।



ইনসাবের ঠাকুরগাঁও শাখা রামনাথ সাংগঠনিক কার্যালয়ের সভাপতি মো.ইসরাইল হোসেন এর সভাপতিত্বে ও সাধারনসম্পাদক মো. জয়নুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় সংগঠনটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, নেতৃবৃন্দ বলেন, মে দিবস পৃথিবীর শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন এবং শ্রমজীবী মানুষের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 


বিশে^র শ্রমিকরা উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে দিবসটি পালন করলেও আমাদের দেশের শ্রমিকরা এই দিবসে অধিকার ও দাবী আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে।



 


নেতৃবৃন্দ আরো বলেন, দেশের উন্নয়নমূলক কাজ যেমনি হয়েছে সর্বক্ষেত্রেই নির্মাণ শ্রমিকেরা অগ্রণী ভূমিকা পালন করেছে। নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, রেশনিং ব্যবস্থা চালু, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ২০৫-২৬ সালের বাজেটে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকার বাস্তবায়নের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কেদার রায়,যুগ্ম সম্পাদক রব্বানী, সহ সাধারণ সম্পাদক বিপুল রায়,প্রচার সম্পাদক করিমুল, সদস্য সুমন আলী, ছবি চন্দ্র, মোঃ সবুজ আলী, শ্যামন্ত সেনসহ সকল সদস্যবৃন্দ।




 


সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে রুহিয়া ডিগ্রি কলেজ শহীদ মিনারে শহীদের প্রতি ফুল শ্রদ্ধা জানান এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির কার্যালয় এসে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.