ঠাকুরগাঁওয়ে ২দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পাচ্ছে ১২হাজার মানুষ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 





ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে সেবা পাচ্ছে প্রায় ১২ হাজার মানুষ। বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্প চলে বিকাল ৫ টা পর্যন্ত। 



ঢাকা থেকে আগত ৩০ জন ডাক্তারের একটি টিম নিরলস ভাবে কাজ করছে সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে। ইউনিয়ন গুলো হল ঢোলার হাট,বালীয়া, বেগুনবাড়ি, রুহিয়া, সালান্দর। শিশু, গাইনি, চর্ম,চক্ষু নিউরোলজি বিশেষজ্ঞ সহ ১৩ টি বিভাগের ডাক্তার এখানে কাজ করছেন। 


শুধু আর দেখানো নয় এখানে পিসিজি আল্টাসনোগ্রাম,রক্ত ও প্রসাব পরীক্ষা সহ ডায়াবেটিস পরিক্ষা করা হোচ্ছে।এছাড়াও প্রাথমিক ঔষধে দেয়া হচ্ছে বিনামূল্যে। এমন উদ্যোগে খুশি নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠী। 


শামসুল আলম জানান, আমরা ডাক্তার দেখাতে ঠাকুরগাঁও যাই, সেখানে ডাক্তারের পরামর্শফি ৬০০ থেকে ৮০০ টাকা, আরো আছে যাতায়াত ভাড়া। সব মিলে ১০০০ টাকা ব্যায় হয় শুধু ডাক্তার দেখাতে, পরিক্ষা ও ওষুধ বাদে। ফ্রিতে ডাক্তার ও পরিক্ষা করতে পারায় খুশি তারা।


ডাক্তার দেখাতে আসা কুলসুম জানান, হামরা গরিম লোক, প্রতি মাসে যদি এরকম ডাক্তার ফ্রীতে দেখে তাহলে ভালোয় হয়।


ঠাকুরগাঁও 

২.৫.২০২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.