ঘোড়াঘাটে অগ্নিকান্ডে একটি গরুসহ২লাখ টাকার মালামাল ভস্মিভুত

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ



দিনাজপুরের ঘোড়াঘাটে বিরাহিমপুর গুচ্ছগ্রামে অগ্নিকাণ্ডে একটি গরু ও ২টি ঘরের মালামাল পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।


বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,বিরাহিমপুর গুচ্ছগ্রামের মোঃ সুরুজ্জামালের বাড়ির একটি গোয়াল ঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ্অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ১টি গরু ও ২টি ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের গৃহকর্তা মোঃ সুরুজ্জাজামাল জানান,রাতে বাড়ির গোয়াল ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায়। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আরোও ২টি ঘরে আগুন লাগে।এতে একটি গরু ঘরে থাকা প্রায় ২ লাখ টাকার আসবাবপত্র, কাপড় চোপড় ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

এ ব্যাপারে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু এর আগেই ঘরগুলো প্রায় পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৩ লাখ টাকার মালামাল।  

উপজেলা নির্বাহী ্অফিসার মোঃ রফিকুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.