শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হল- ভারত সভা হলে।

ছবি একুশে ট্রিবিউন 




আজ ৭ই জুলাই সোমবার, ৬ই জুলাই রবিবার, ঠিক বিকেল সাড়ে পাঁচটায়, কলকাতার ভারত সভা হলে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন সমিতির আয়োজনে এবং শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের অনুপ্রেরণায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হল।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সভাপতি শিশির অধিকারী, কার্যকরী সভাপতি শ্রী সমীর ব্যানার্জি , যুগ্ম সম্পাদক শ্রী প্রবীর ভট্টাচার্য ও শ্রী দেবজ্যোতি চক্রবর্তী, উপস্থিত ছিলেন শ্রীমতী রূপা গাঙ্গুলী, ড: জিষ্ণু বসু,ড: স্বরুপ প্রসাদ ঘোষ, ডাক্তার মধুসূদন পাল, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার , উপস্থিত ছিলেন পিনাকী গাঙ্গুলী, অনিমেষ ঘরামী সহ অন্যান্যরা।


অনুষ্ঠান শুরুর শুরুর আগে ভারত মাতা ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন ও পুষ্প দেন।


এরপর প্রত্যেক অতিথিকে চন্দনের ফোটা দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন। 


অনুষ্ঠানের সাথে সাথে, সন্দীপ বন্দ্যোপাধ্যায় এর লেখা , ভারত পাবলিকেশন থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি বই ও প্রকাশ হয়, যে বইটির মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনেক অজানা তথ্য জানতে পারবেন। যেখানে রয়েছে মেদিনীপুরে জনসভা করতে গিয়ে , কোলাঘাট থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে গ্ৰেফতার করা হয়। 


অন্যান্য অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, যিনি পশ্চিমবঙ্গকে দান করলেন,‌ আর যে জাতি কে নিয়ে গর্ব করতো মানুষ, সে জাতি তার উপকার কে ভুলে যাই, এখনো বাংলায় সব শেষ হয়ে যায় নি, সঙ্ঘ বদ্ধ হয়ে এগিয়ে চলো, বাংলাকে রক্ষা করার অনেক সময় আছে, না হলে চিরদিন পাপের বোঝা বয়ে নিয়ে বেড়াতে হবে, তাই আগামী দিনের জন্য তৈরী হয়ে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পথ ধরে এগিয়ে চলো, আমাদের স্বপ্নের লক্ষ্যে, ঠিক আমাদের জয় হবে, 

সমগ্ৰ সনাতনী সমাজ যাতে একত্রিত হয়, জাতি ভেদ ভুলে সবাই কে এক হওয়ার মন্ত্রে আহ্বান করো। 


সর্বশেষে বন্দে মাতরম গানটি গেয়ে সভা শেষ করেন, ১২৫ তম জন্মবার্ষিকীতে বাঙ্গালীর মননে শ্যামাপ্রসাদ দীর্ঘ স্থায়ী হয়ে অন্তরে গেঁথে থাকুক।


রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.