ঠাকুরগাঁও প্রতিনিধি:
![]() |
ছবি একুশে ট্রিবিউন |
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রুহিয়া থানা কমিটি।
সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় রুহিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রুহিয়া থানা আমির (সভাপতি) মোঃ আব্দুর রশিদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান আমীর (সভাপতি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা, আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ সহকারী সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা, মোস্তাফিজুর রহমান রুহিয়া থানা সেক্রেটারি, তামিম আহমেদ সহ-সেক্রেটার রুহিয়া থানা, আনারুল ইসলাম নুরী আমির (সভাপতি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং রুহিয়া ইউনিয়ন, সফিজুল ইসলাম মিন্টু সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং রুহিয়া ইউনিয়ন সহ রুহিয়া থানার শুরা ও কর্মপরিষদ ও সকল ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রম সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। তারা যেন আগামী দিনে নৈতিকতা, মানবিকতা ও আদর্শ নিয়ে দেশসেবায় অগ্রণী ভূমিকা পালন করে এই প্রত্যাশা ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত থেকে সন্তানের এই সাফল্যে গর্ব প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
ঠাকুরগাঁও
২১/০৭/২০২৫
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞