চলন্ত দোকানেই একমাত্র ভরসা মিঠুনের

ঠাকুরগাঁও প্রতিনিধি 

ছবি একুশে ট্রিবিউন 



ঠাকুরগাঁও জেলার রুহিয়া ২০ নং ইউনিয়নের রামনাথ হাট গুচ্ছ গ্রামে বসবাস করেন মিঠুন শেখ। বাবা মৃত মো. আকবর শেখ ও মা ছাবেরা খাতুনের সন্তান মিঠুন দীর্ঘদিন ধরে দিন আনে দিন খেয়ে জীবনযাপন করছেন। 

সংসারে রয়েছে এক সন্তান ও স্ত্রী সেই সন্তান ও স্ত্রী নিয়ে খেয়ে না খেয়ে কোনোরকমে বেঁচে আছেন তিনি।




মিঠুন শেখের ঘরটি সরকার প্রদত্ত গুচ্ছগ্রাম হলেও সংসার চালানোর মতো পর্যাপ্ত আয় নেই তার। জীবিকার একমাত্র উপায় হলো একটি চলন্ত দোকান সাইকেলে করে খেলনা, প্লাস্টিক সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র বিক্রি করে প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিনি গ্রামেগঞ্জে ঘুরে বেড়ান। কিন্তু বিক্রি থেকে যা আয় হয়, তা দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে তার পক্ষে।




প্রতিবেদকে তিনি জানান, “দিন আনে দিন খাই এক কেজি চালেই কোনোমতে কেটে যায় দিনের খাবার। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। যদি সরকার থেকে একটু সাহায্য সহযোগিতা পাই, তাহলে হয়তো বাঁচতে পারব” হতাশ কণ্ঠে এভাবেই নিজের দুঃখের কথা জানান মিঠুন শেখ।




গুচ্ছগ্রামের এই দরিদ্র পরিবারের সংসার চলছে অতি কষ্টে। প্রতিদিনের খাবারের চিন্তাই যেখানে বড় সমস্যা, সেখানে ভবিষ্যতের স্বপ্ন দেখা যেন বিলাসিতা। মিঠুন শেখের আশা সরকার ও সমাজের সহায়তায় হয়তো একদিন তার পরিবারের জন্য তিনি একটি ভালো দিনের ব্যবস্থা করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.