দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নব-নির্বাচিত সদস্যদের প্রতি সংবর্ধনা প্রদান

 গীতি গমন চন্দ্র রায় গীতি।।

স্টাফ রিপোর্টার।।



 দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নব-নির্বাচিত সদস্যদের প্রতি সংবর্ধনা প্রদান করেছে দিনাজপুর ইনস্টিটিউট ঐতিহ্যবাহি সামাজিক প্রতিষ্ঠান।


জানা যায়,২৫ মার্চ-২০২৩ শনিবার দিনাজপুর ইনস্টিটিউটের হলরুমে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বলেন দিনাজপুর শহরের রাস্তা ঘাট গুলো বেহাল অবস্থা।দেখারও কেউ নেই বলারও কেউ নেই। যানজট, অবৈধ ভাবে রাস্তা দখল চলছে। এ থেকে দিনাজপুরবাসী পরিত্রাণ চায়। চেম্বারের বিজয়ী সদস্যদের পক্ষে সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেন দিনাজপুর চেম্বার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষনের একটি প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের যে কোনো সমস্যার সমাধানে এই কমিটি তাদের পাশে থাকবে। ব্যবসায়ীদের পাশাপাশি সামাজিক উন্নয়ন কর্মকান্ডেও বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।


এ অনুষ্ঠানে সাধারন সম্পাদক আাব্দুল সামাদ যে সমস্যা গুলোর কথা বলেছেন আমরা নতুন কমিটির সদস্যরা দিনাজপুর ইনইস্টটিউটের সাথে পরামর্শ করে সমাধান করব। সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সিনিয়র সহ-সভাপাত মোসাদ্দেক হোসনে চৌধুরী পাপ্পু, সহ-সভাপতি মোঃ জার্জিস আনম, পরিচালক সুজা-উর-রব চৌধুরী, মোঃ মোসাদ্দেক হোসনে, আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ, প্রতাব কুমার সাহা (পানু), মোঃ আকতারুজ্জামান জুয়েল, শাহিদ রিয়াজ পিম, মোঃ আব্দুল্লাহ আল কাফি লিটন, রাহবার কবির পিয়াল, মোঃ মোস্তফা কামাল মিলন, বাদশা ইমাম আরাফাত, মোঃ সানোয়ার হোসেন এবং মোঃ রুবেল ইসলাম ও শহিদুর রহমান পাটয়ারী মোহনকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।


সে সময় উক্ত অনুষ্ঠানে দিনাজপুর ইনইস্টটিউটের সহ-সভাপতি আ.ন.ম গোলাম রব্বানী,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর, কোষাধাখ মোঃ আরিফুজ্জামান নাঈম, আভ্যন্তরিন হিসাব পরিক্ষক অশোক কুমার কুন্ডু, গ্রন্থ্যাগার সম্পাদক সাইফুল রহমান খান, নির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান আকতারসহ ইনইস্টটিউটের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে দোয়া ও ইফতার মাহফিলে সকলে অংশ গ্রহন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন একেএম মেহেরুল্লাহ বাদল প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.