ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত- ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

 ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়েছে।আজ রোববার (২ এপ্রিল) উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারি গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও মিথ্যা বিজ্ঞাপন দ্বারা

 ক্রেতা সাধারণকে প্রতারণার অভিযোগে সেমাই কারখানার মালিক রিপন মিয়ার স্ত্রী হোসনে আরাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।এছাড়াও রায়বাজার মিষ্টি মহালের খোকন বণিক এন্ড ব্রাদার্স এবং রতন স্টোরকে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৬ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান রুমন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, এর ৪৪ ধারা অনুযায়ী সেমাই কারখানাকে এবং এর ৩৮ ধারা অনুযায়ী ২টি মনোহারী প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


এসময় স্যানিটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.