ঠাকুরগাঁওয়ে ভূট্টাখেত থেকে মাদ্রাসা ছাত্রের মরাদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক 

বিডিসি অনলাইন 


ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেত থেকে মুরাদ হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২ টায় সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার একটি ভুট্টাখেত থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত মুরাদ হোসেন মোহম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুল ইসলামের ছেলে। সে মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে নিখোঁজ হয় মুরাদ। বিভিন্ন জায়গায় খোঁজার পর তাকে পাওয়া যায় নি। আজ দুপুরে এলাকার লোকজনের মাধ্যমে জানতে পেরে ভূট্টাখেত থেকে তার ক্ষতবীক্ষত মরাদেহ উদ্ধার করা হয়। তবে তাদের ধারণা তাকে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে।


ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। আমরা সিআইডিকে খবর দিয়েছি। মরদেহের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে ঘটনায় সঠিক তথ্য উদঘাটন করা যাবে।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.