জমির জন্য বাবা-মাকে পিটিয়ে আহত করে ছেলে-মেয়ে', থানায় অভিযোগ

নেত্রকোনায় প্রতিনিধি 

প্রতীকি ছবি 

জমি লিখে না দেওয়ায় বাবা-মাকে পিটিয়ে আহত করেছে ছেলে-মেয়ে। ছে‌লের-মেয়ের এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিচার দাবি জানিয়েছেন বৃদ্ধ বাবা-মা। 


শুধু তাই নয়, ওই ছেলে-মেয়ের নামে নিকটস্থ থানায় অভিযোগও করেছেন বৃদ্ধা মা শাহিদা বেগম (৫০)।

ঘটনাটি ঘটেছে নেত্রকোণা পৌর শহরের ৪নং ওয়ার্ডের বালুয়াকান্দা এলাকায়। এছাড়া বিভিন্ন সময়ে বাড়িতে এসে টাকা-পয়সা চায় অভিযুক্ত ছেলে। টাকা দিতে না পারলেই মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত ছেলে বাদল মিয়া। শনিবার দুপুরে ছেলের হাতে মারধরের শিকার বাবা-মা শরীরের ক্ষতচিহ্ন সাংবাদিকদের দেখিয়ে ছেলের বিচার দাবি করেন। এর আগে বৃহস্পতিবার নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে জমির জন্য বৃদ্ধ মাকে মারধর করেছে বড় ছেলে বাদল মিয়া ও মেয়ে শাপলা আক্তার। এসময় অভিযোগকারীর স্বামী ফৌজদার মিয়া বাধা দেওয়ায় তাকেও মারধর করে তারা। স্বামী ফৌজদার মিয়া বলেন, আমার দুই ছেলে এক মেয়ে। আমার স্ত্রী শাহিদা বেগম তার বাবার বাড়ি থেকে ওয়ারিশ সূত্রে একটু জমি পায়। এই জমি নেওয়ার জন্য আমার বড় ছেলে বাদল ও মেয়ে শাপলা আমার স্ত্রীকে ও আমাকে বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। আমাদের সব জায়গা-জমি তার নামে লিখে দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে আমার স্ত্রী ও আমাকে মারধর করেছে। তিনি আরো বলেন, আমার মেয়ের আগে এক বিয়ে হয়ে ছিলো। ওই স্বামী তাকে ছেড়ে দেওয়ায় তার আরেকটা বিয়ে হয়। কিন্তু আগের ঘরের একটি ছেকে সন্তান ছিলো। এ সন্তান কেউ নিবেনা বলে আমি তাকে লালন-পালন করি। এখন আমার স্ত্রী থানায় আমাদের মারধরের বিষয়ে অভিযোগ করায় আমার নাতিকে নিয়ে অন্যত্র লুকিয়ে রেখে আমাদের উপর মামলার হুমকি দেয় মেয়ে ও মেয়ের জ্বামাই। বৃদ্ধা মা শাহিদা বেগম বলেন, আমার বড় ছেলে ও মেয়ে আমার জমি নেওয়ার জন্য আমাকে বাড়িতে এসে মারধর করেছে। তারা প্রায় সময়েই আমাকে এবং আমার স্বামী ও ছোট ছেলেকে গালি-গালাজ করে। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে হুমকি দেয় বড় ছেলে বাদল ও মেয়ে শাপলা। এ বিষয়ে সরকারের কাছে ছেলে মেয়ে কর্তৃক এই নির্মম নির্যাতনের বিচারের দাবি জানায় বৃদ্ধা শাহিদা বেগম। ছোট ছেলে মোঃ সেলিম জানায়, তার মায়ের জমি নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে তার বড় ভাই বাদল ও ভাবী মীনাসহ তার বোন শাপলা। গত বৃহস্পতিবার দুপুরে একপর্যায়ে তার বৃদ্ধ মা- বাবাকে মারধর করে তারা। এবং এই জমি ভাই ও বোনকে না দিলে মিথ্যা মামলার হুমকিও দেয় তারা। অন্যদিকে অভিযুক্ত বড় ছেলে বাদল, বাদলের স্ত্রী মীনা এবং বোন শাপলা'র বিরুদ্ধে বৃদ্ধা মা-বাবাকে মারধরের আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন অভিযুক্তরা। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক অভিযোগ প্রাপ্তির সতত্যা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.