আখানগর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী সহায়তা প্রদান।

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি: 




২৮ এপ্রিল সোমবার সকাল ১১ টায় ২নং আখানগর  ইউনিয়নের ধনীপাড়া (বয়তাল পাড়া) গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারা পরিবারদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী রুহিয়া থানা শাখা সহায়তা প্রদান করেছে। 



প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ বস্তা চাল, মসুরের ডাল, তেল, ১টি মগ ও ২টি করে কম্বল প্রদান করা হয়। সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন রুহিয়া থানা জামায়াতের আমির মোঃ আব্দুর রশিদ, থানা সেক্রেটারী মোঃ মোস্তাফিজুর রহমান, থানা যুব বিভাগের সভাপতি মোঃ আবু বক্কর, ওয়ার্ড সভাপতি আশফিকুর রহমানসহ জামায়াতে ইসলামী রুহিয়া থানার অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জামায়াতের আমির মো: আব্দুর রশিদ বলেন, "মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা। জামায়াতে ইসলামী সবসময় সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।" তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। সেক্রেটারী মো: মোস্তাফিজুর রহমান বলেন, "আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সমাজের সকল মানুষের উচিত এই অসহায় পরিবারগুলোর সহযোগিতায় এগিয়ে আসা।" দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞