নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতির ওপর হামলার প্রতিবাদে কলম বিরতি কর্মসুচি

ইমরান ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধি:

ছবি একুশে ট্রিবিউন 


দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলম বিরতি অনুষ্ঠিত হয়েছে।

১৮ই জুলাই রোজ শুক্রবার বিকাল ৪.০০ঘটিকায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আব্দুর রশিদ, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, দৈনিক চিত্র প্রতিনিধি বাসুদেব, সংবাদ সারাবেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আব্দুস সালাম, ডেইলি স্টেট প্রতিনিধি হেদায়েতুল্লাহ শাহ সুজন, আমাদের সময় জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু এবং ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্। 

বক্তারা অবিলম্বে দায়ের কৃত মামলা রেকর্ড ও আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান আমিনুর রহমান ও তার দলবল কে আইনের আওতায় নেওয়ার আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.