বুরো বাংলাদেশ এর উদ্যোগে পটুয়াখালী ভার্সিটির, বরিশাল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন



পরিবেশ রক্ষায় এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে ‎বুরো বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

‎বুধবার (০৬ আগস্ট) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আহসানুর রেজা, মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেল্থ বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তফা আনোয়ার, বরিশাল ক্যাম্পাসের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোঃ আলী আজগর, বুরো বাংলাদেশ বাবুগঞ্জ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শহীদুল্লাহ্ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

‎‎বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে অধ্যাপক ড. মোঃ আহসানুর রেজা বলেন, “বুরো বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। পরিবেশ সুরক্ষায় এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। বুরো বাংলাদেশ এই ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে পারবে এবং তাদের অংশগ্রহণে একটি টেকসই পরিবেশ গড়ে তুলতে পারবে। তাদের এমন সুন্দর উদ্যোগ কে আমরা সাধুবাদ জানাই।।



    জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.